ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজার

মুনাফা তোলার চাপে দরপতন

প্রকাশিত: ২২:১৭, ১০ জানুয়ারি ২০২২

মুনাফা তোলার চাপে দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন বছরে শেয়ারবাজারে টানা উর্ধগতিতে অবশেষে ছেদ পড়ল। বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে সপ্তাহের প্রথম কার্যদিবসেই সূচকের পতন ঘটেছে। ভাল-মন্দ সব ধরনের শেয়ারেরই দিনটিতে পতন ঘটেছে। তবে ব্যাংক-বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম কমেছে। অন্যখাতগুলোতে কিছুটা মিশ্রাভাব ছিল। সকালে সূচক বাড়লেও শেষ বিকেলে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৮৩ পয়েন্ট। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা ছয় কার্যদিসব পর পুঁজিবাজারে দরপতন হলো। এর আগে ২০২১ সালের ২৯ ডিসেম্বর সূচক পতন হয়েছিল। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রবিবার বীমা, আর্থিক প্রতিষ্ঠান এবং বিদ্যুত ও জ্বালানি খাতের শেয়ারের দাম বৃদ্ধির মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিল দুপুর ১২টা পর্যন্ত। কিন্তু তারপর থেকে ব্যাংকের পাশাপাশি বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির হিড়িক পড়ে। এই শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা অব্যাহত ছিল দিনের বাকি লেনদেন পর্যন্ত। গত কয়েক মাসে টানা পতনের পর চলতি বছরের প্রথম সপ্তাহে সূচকের উর্ধগতি ফিরে আসে। কিছুটা স্বস্তি ফিরেছিল সবার মনে। অল্পদামে কেনা শেয়ার বিক্রির কারণে রবিবারের সূচক পতনকে দরপতন বলছেন না সংশ্লিষ্টরা। তারা বলছেন, এটা ‘মূল্য সংশোধন’। তাদের মতে, টানা ছয়দিন উত্থানে শেয়ারের দাম বৃদ্ধির পর রবিবার মুনাফা তোলা হয়েছে। তাই সূচক কমেছে, এটা পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম। রবিবারে শেয়ারবাজারে ৩৭৮টি প্রতিষ্ঠানের ৩১ কোটি ১৫ লাখ ২৬ হাজার ৫৭১টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে ৯৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২৪৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৩২টির।
×