ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের দুই সিনেমা

প্রকাশিত: ২৩:৫৩, ৯ ডিসেম্বর ২০২১

মুক্তিযুদ্ধের দুই সিনেমা

আনন্দকন্ঠ রিপোর্ট বিজয়ের মাস ডিসেম্বরে আগামীকাল একই দিনে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের দুই সিনেমা। সিনেমা দুটি হলো ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘কালবেলা’। ২০১৪-১৫ সালের সরকারী অনুদানে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। নূরুল আলম আতিক জানালেন, পাকিস্তান সেনাবাহিনীর উপস্থিতিতে জনপদে ঘটে যাওয়া কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমাটি। আমাদের সিনেমায় মুক্তিযুদ্ধ একরৈখিকভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, এটি তেমনই এক প্রচেষ্টা।’ ছবিটির প্রযোজক মাতিয়া বানু শুকু বলেন, স্বাধীনতার ৫০ বছরে ‘লাল মোরগের ঝুঁটি’কে বলব সিনেমার মুক্তিযুদ্ধ। বাংলাদেশের ৫০ বছর উদযাপনে ছবিটি আমাদের নিবেদন। ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। এদিকে সাইদুল আনাম টুটুল পরিচালিত ‘কালবেলা’ মুক্তিযুদ্ধের দহনকালের ঘটনা নিয়ে নির্মিত। এটির চিত্র ধারণের একেবারে শেষ পর্যায় এসে না ফেরার দেশে চলে যান বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল। এটাই ছিল তাঁর জীবনের শেষকর্ম। চলচ্চিত্র কালবেলা মুক্তিযুদ্ধের দারুণ সময়ের গল্প। সরকারী অনুদানে নির্মিত এই চলচ্চিত্র মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী সময়ে নারীদের দহনকালের সত্য ঘটনা নিয়ে লেখা বই ‘নারীর ৭১’ ও যুদ্ধ-পরবর্তী কথ্য কাহিনী থেকে অনুপ্রাণিত। নির্মাতা সাইদুল আনাম টুটুলের মৃত্যুর পর তার সহধর্মিণী অধ্যাপক মোবাশ্বেরা খানম চলচ্চিত্রের বাকি কাজ এগিয়ে নিয়েছেন। এর প্রধান দুটি চরিত্রে রয়েছেন তাহমিনা অথৈ ও শিশির আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জসহ অনেকে।
×