ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ আটে রাসেলের সঙ্গী জামাল

প্রকাশিত: ০০:১০, ৬ ডিসেম্বর ২০২১

শেষ আটে রাসেলের সঙ্গী জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতা কাপ ফুটবলে ‘বি’ গ্রুপ থেকে শেখ রাসেল ক্রীড়া চক্রের পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। রবিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে উত্তর বারিধারা ১-১ গোলে ড্র করলে জামালের শেষ আট নিশ্চিত হয়ে যায়। এর আগে টানা দুই ম্যাচ জিতে নকআউট রাউন্ড নিশ্চিত করে শেখ রাসেল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় একই ভেন্যুতে শেখ রাসেলের মুখোমুখি হয় শেখ জামাল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে শেখ রাসেল। ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে শেখ জামাল। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে উত্তর বারিধারা তৃতীয় ও সমান ম্যাচে মাত্র ১ নিয়ে গ্রুপে সবার তলানিতে থেকেছে বিমানবাহিনী। দুটো দলই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না উত্তর বারিধারার সামনে। শুরু থেকে ভালো খেললেও ধারার বিপরীতে বিমানবাহিনীর বিরুদ্ধে গোল হজম করে দলটি। শেষদিকে সমতায় ফিরলেও আসর থেকে ছিটকে পড়তে হয়েছে। শুরু থেকে জয়ের জন্য মরিয়া চেষ্টা ছিল উত্তর বারিধারার। কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করে হতাশ হতে হয়েছে দলটিকে। ৮, ১৯ ও ৩২ মিনিটে তিনটি সহজ সুযোগ নষ্ট করেন বারিধারার ফুটবলাররা। বিরতির পর খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় বিমানবাহিনী। ৫২ মিনিটে নিজাম উদ্দিন রাজুর ফ্রিকিক ডি বক্সের মধ্যে এক ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হন। এই সুযোগে দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন জুয়েল। ৮৩ মিনিটে উজবেকিস্তানের ফরোয়ার্ড কোচনেভের গোলে হার এড়ায় বারিধারা। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। এর ফলে শেখ জামালের কাছে ৩-০ ও শেখ রাসেলের কাছে ২-০ গোলে হেরে ছিটকে যাওয়া বিমানবাহিনী নিজেদের শেষ ম্যাচে অন্তত এক পয়েন্টের দেখা পেয়েছে।
×