ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মৈত্রী দিবস ঢাকা-দিল্লী যৌথভাবে পালন করবে

প্রকাশিত: ২২:৩১, ৬ ডিসেম্বর ২০২১

মৈত্রী দিবস ঢাকা-দিল্লী যৌথভাবে পালন করবে

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ বছর ঢাকা এবং দিল্লী যৌথভাবে মৈত্রী দিবস পালন করবে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। ওই দিনটিকে মাথায় রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে দুই দেশ একসঙ্গে মৈত্রী দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। উৎসবের অংশ হিসেবে দিল্লী ও ঢাকা বাদে ১৮টি দেশে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করবে দুই দেশ। দেশগুলোর মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লীতে বাংলাদেশ মিশন এবং ঢাকায় ভারতের মিশন আলাদাভাবে এই দিবসটি উদযাপন করবে। বেশিরভাগ দেশে ৬ ডিসেম্বর এই উৎসব উদযাপন করা হবে, কিন্তু কোভিড পরিস্থিতির কারণে কোন দেশে অনুষ্ঠান আয়োজনে নিয়ন্ত্রণ আরোপ করা হলে সেটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।
×