ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবরার হত্যার রায় রবিবার

প্রকাশিত: ২০:৫৬, ২৭ নভেম্বর ২০২১

আবরার হত্যার রায় রবিবার

স্টাফ রিপোর্টার ॥ বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের কি দন্ড দেয়া হবে তা জানা যাবে রবিবার। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান রায় ঘোষণার জন্য রবিবার দিন নির্ধারণ করেছেন। এ মামলায় যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ ২৫ (পলাতক ৩ জন) আসামির সবারই সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড চেয়েছেন। অন্যদিকে আসামিপক্ষ নির্দোষ দাবি করে আসামিদের খালাস চেয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছেন পিপি আবু আবদুল্লাহ ভূঁইয়া, আবদুস সোবহান তরফদার, মিজানুর রহমান, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম ও মশিউর রহমান। আসামিপক্ষের আইনজীবী হিসেবে আছেন মাহাবুব আহমেদ, আমিনুল গণী, গাজী জিল্লুর রহমান, আজিজুর রহমান, ফারুক আহমেদ প্রমুখ। এ মামলায় মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। ২১টি আলামত ও আটটি জব্দ তালিকা আদালতে জমা দেয়া হয়েছে। গতবছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১৪ নবেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ করেছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে রাত তিনটার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ পরে ২২ জনকে গ্রেফতর করে। এরমধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী। ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এর বাইরে তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও ছয়জন জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারের বাইরে থাকা ছয়জনের মধ্যে পাঁচজনসহ মোট ২২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছেন তিনজন।
×