ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মঞ্চে আব্রাহাম লিংকন

প্রকাশিত: ০০:০৪, ২৬ নভেম্বর ২০২১

মঞ্চে আব্রাহাম লিংকন

স্টাফ রিপোর্টার ॥ মার্কিন ইতিহাস তো বটেই সমগ্র বিশ্বে সেরা শাসক কিংবা রাজনীতিবিদদের তালিকায় অনায়াসে চলে আসে আব্রাহাম লিংকনের নাম। তার জীবন ও কর্ম আশ্রয়ে নাটক রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু। নাটকটি মঞ্চে আসছে রেপার্টরি গার্ডেন থিয়েটারের প্রযোজনায়। নির্দেশনা দিচ্ছেন এইচ আর অনিক। সম্প্রতি নাটকের স্ক্রিপ্ট হস্তান্তর হয় রচয়িতা অপূর্ব কুমারের কাছ থেকে। তিনি বলেন, নাটকটির কাহিনী আব্রাহাম লিংকনের জীবন ও কর্ম আশ্রয়ে। আমেরিকার পরপর দুবারে নির্বাচিত প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ী উইলসকিথ বুথের ছোড়া গুলিতে আহত হন। আহত লিংকনকে এক দর্জির গৃহে রেখে চিকিৎসা দেয়া হয়। তিনি আহত হবার পর থেকে মাত্র নয় ঘণ্টা বেঁচে ছিলেন। নাটকটি আব্রাহাম লিংকনের মৃত্যুর আগের এক ঘণ্টা অর্থাৎ সকাল ৬টা ২২ মিনিট থেকে সকাল ৭টা ২২ মিনিট পর্যন্ত তার মনোলোকের ভাবনাকে ঘিরে। তার মনে পড়ে মৃত্যু এবং বেঁচে থাকার মধ্যবর্তী কোমা সদৃশ্য নোম্যান্স ল্যান্ডের সংশয়ের কথা। মা ন্যান্সি লিংকনের সন্তানদের স্বার্থে আত্মত্যাগ, বাবা টমাস লিংকনের আক্রোশ, সৎমা সারা বুশের জ্ঞানচক্ষু দান, নিগ্রোদের ওপর শেতাঙ্গদের নিস্পেষন, এ্যান রুটলেজকে ভালোবেসে ধরে রাখতে না পারা, স্ত্রী মেরি টডের অহঙ্কারে ঝলসানো, নির্বাচনে লড়তে লড়তে আমেরিকার সর্বোচ্চ পদ তথা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া, দাস প্রথার বিলুপ্তি ঘোষণা, গৃহযুদ্ধ সামলাতে যেয়ে গণতন্ত্রের জনক হয়ে ওঠা, গৃহযুদ্ধের অবসানে সন্তানের জ্ঞানের প্রশ্নে শিক্ষকের প্রতি তাঁর লিখিত ঐতিহাসিক চিঠি, মৃত্যু বাস্তবতাকে মেনে নিতে নিতে স্বপ্ন জাগরণের আকাক্সক্ষা উচ্চারণের কথা। স্ত্রিপ্ট হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়াজ মাবুদ, শাজাহান চৌধুরী, রেপার্টরি গার্ডেন থিয়েটারের দল প্রধান অভিনেতা-নির্দেশক-নাট্যকার আতিকুর রহমান সুজন প্রমুখ।
×