ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দেশের ৮৩৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ১০:২৮, ১১ নভেম্বর ২০২১

দেশের ৮৩৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক ॥ আজ সকাল থেকে দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ নবেম্বর) সকাল ৮টা থেকে এসব ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে, নির্বাচনী সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। গোলযোগ এড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে এবার আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন সদস্য নিয়োজিত রয়েছেন। সেই সঙ্গে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। দ্বিতীয় দফায় যে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য তফসিল হয়েছিল, তার ৮৩৫টিতে বৃহস্পতিবার ভোট চলছে। এবার পাঁচটি ইউপিতে সব পবে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাতটি ইউপির ভোট স্থগিত এবংএকটির ভোট বাতিল হয়েছে। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৮১ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৩ জন এবং সাধারণ সদস্য পদে ২০৩ জন নির্বাচিত হয়েছেন। ইউপি ভোটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩ হাজার ৩১০ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ১৬১ জন এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ হাজার ৭৪৭ জন। এবার ভোটকেন্দ্র ৮৪৯২টি। ২০টি ইউনিয়ন পরিষদে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে। এসব ইউনিয়নে ভোটার রয়েছেন ১,৬৫,৯৫,২২৬ জন। এর মধ্যে পুরুষ ৮৪,০৫,৮৩১ জন, নারী ৮১,৮৯,৩৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ১৬ জন।
×