ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন সপ্তাহ পর ঘরে ফিরছেন আরিয়ান

প্রকাশিত: ২৩:৩৯, ২৯ অক্টোবর ২০২১

তিন সপ্তাহ পর ঘরে ফিরছেন আরিয়ান

জনকণ্ঠ ডেস্ক ॥ তিন সপ্তাহ কারাগারে থাকার পর অবশেষে জামিন পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। বৃহস্পতিবার ভারতের বম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করেন। বিভিন্ন আনুষ্ঠানিকতার পর শুক্র অথবা শনিবার ঘরে ফিরছেন আরিয়ান। খবর এনডিটিভি ও পিটিআই অনলাইনের। গত মঙ্গল এবং বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। তৃতীয় দিনে হাইকোর্ট জামিনের আদেশ দিলেন। আরিয়ানকে গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আটক করা হয়। ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মোট দুবার তার জামিন আবেদন খারিজ হয়। যুক্তি হিসেবে বলা হয়, ছাড়া পেলে আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ নষ্টের চেষ্টা করতে পারেন। আরিয়ানের পাশাপাশি তার সঙ্গে আটক মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টেরও জামিন হয়েছে। তারাও আরিয়ানের সঙ্গেই মুক্তি পেতে পারেন। শাহরুখ পুত্রের বিরুদ্ধে মাদক-মামলার তদন্ত কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলার পর মামলা ভিন্ন দিকে মোড় নেয়। তদন্ত কর্মকর্তা সমীরের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি মামলার আরেক সাক্ষী বিরণ গোসাভিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে ধোঁয়াশার মধ্যেই আরিয়ানকে জামিন দিলেন আদালত।
×