ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া ও বাংলাবাজার নৌ-রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল

প্রকাশিত: ২০:৪৫, ২৬ অক্টোবর ২০২১

শিমুলিয়া ও বাংলাবাজার নৌ-রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ স্রোতের তীব্রতা বৃদ্ধির কারণে দীর্ঘ ১৫দিন বন্ধ থাকার পর আবারও মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌ-রুটে পরীক্ষা মূলক ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মার স্রোতের কিছুটা কমে আসায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ঘাট থেকে কুঞ্জলতা নামের ১টি ফেরি ৩২ টি যানবাহন নিয়ে পরীক্ষামূলক বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে সফল ভাবে পৌঁছায়। পৌনে ১২ টাকার দিকে আবার ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। কিন্তু ফেরিটি আবার শিমুলিয়া ঘাটে আসার পর স্রোতের বর্তমান তীব্রতাসহ খুঁটিনাটি বিষয়ে আলোচনার পর স্বাভাবিক ভাবে সিমীত আকারে ফেরি চলাচল শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে বিআইডাব্লিউটিসির মাওয়া ঘাটের ম্যানেজার( বানিজ্য) ফয়সাল আহমেদ জানান। ফেরি চলাচল শুরু হলে সিমীত ভাবে মাঝারী আকৃতির ৫টি ফেরি ছোট যানবাহন নিয়ে চলাচল করবে। জরুরী পরিষেবা ও হালকা যানবাহন এই রুটের ফেরি দিয়ে পারাপার হবে। ভারী যানবাহন পারপার পারাপার করা হবে না বলে তিনি জানান। উল্লেখ্য ১১ অক্টোবর থেকে পদ্মার স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া ও বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষনা করে বিআইডাব্লিউটিসি। ৪ দিনের মাথায় ১৫ অক্টোবর একটি ফেরি পরীক্ষা মূলক চলাচল করলেও স্রোতের না কমার কারনে বন্ধই থেকে যায়। এর আগে প্রচন্ড স্রোতের পদ্মা সেতুর পিলারে বার বার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে গত ১৮ আগষ্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছিল বিআইডব্লিউটিসি। দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর সীমিত ভাবে ফেরি সচল থাকলেও মাত্র ৭ দিন পর একই কারনে আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষনা করে বিআইডাব্লিউটিসি। ফেরি বন্ধ হলে দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ পোয়াতে
×