ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হকি লীগে মোহামেডান ও মেরিনারের শুভসূচনা

প্রকাশিত: ০০:১৫, ২০ অক্টোবর ২০২১

হকি লীগে মোহামেডান ও মেরিনারের শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রিমিয়ার হকি লীগ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম দুই ভিন্ন ম্যাচে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। মেরিনার ৬-১ গোলে বাংলাদেশ পুলিশ ক্লাবকে এবং দ্বিতীয় খেলায় মোহামেডান ১০-০ গোলে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে হারায়। মোহামেডান-দিলকুশা ম্যাচে ৩ মিনিট থেকেই গোলের হালখাতা খোলে সর্বোচ্চ ১২ বারের লীগ শিরোপাধারী মোহামেডান। মাইনুল ইসলাম কৌশিক একাই করেন চার গোল (৮, ১৪, ৩৩ ও ৪৯ মিনিটে)। তৃতীয় গোলটি করেন পেনাল্টি কর্নার থেকে। বাকি গোলগুলো ফিল্ড গোল। খালেদ মাহমুদ রাকিন করেন জোড়া পিসি গোল (৩ ও ২১ মিনিটে)। নাসির হোসেনও করেন জোড়া ফিল্ড গোল (৩৯ ও ৪১ মিনিটে)। রাকিনের বড় ভাই রাসেল মাহমুদ জিমিই বা পিছিয়ে থাকবেন কেন? তিনিও জোড়া ফিল্ড গোল করেন (৯ ও ২৩ মিনিটে)। ম্যাচের আম্পায়ার ছিলেন শাহবাজ আলী এবং মোহাম্মদ আলী খান পিয়াল। মেরিনার-পুলিশ ম্যাচে আগে গোল করে লিড নিয়েছিল পরাজিত দল পুলিশ! অধিনায়ক আব্দুল মালেক ১৪ মিনিটে ফিল্ড গোল করে এগিয়ে দেন পুলিশকে। গোল করেই যেন মৌচাকে ঢিল ছোড়ে পুলিশ। কেননা তেতে ওঠে সদ্যই ক্লাব কাপ হকিতে চ্যাম্পিয়ন হওয়া মেরিনার। নিয়মিত বিরতিতে একের পর এক গোল দেয়ার উৎসবে যেন মেতে ওঠে ২০১৬ লীগের শিরোপাধারীরা!
×