ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাবরিনা দম্পতিসহ ৯ আসামির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য

প্রকাশিত: ০১:১৮, ১৯ অক্টোবর ২০২১

সাবরিনা দম্পতিসহ ৯ আসামির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য

কোর্ট রিপোর্টার ॥ জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডাঃ সাবরিনা ও আরিফুল চৌধুরীসহ ৯ আসামির বিরুদ্ধে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নামে প্রতারণা ও জাল সনদ দেয়ার অভিযোগের মামলায় আরও দুজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সাক্ষী দুজন হলেন মোঃ জাকারিয়া ও তার স্ত্রী হাসিনা আক্তার। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী পরবর্তী সাক্ষ্যের দিন ১০ নবেম্বর ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে মামলাটিতে ৪০ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য শেষ হলো। চার্জশীটভুক্ত অপর আসামিরা হলেন সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ। তাঁরা সকলেই কারাগারে রয়েছেন। গত বছর ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচজনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। ওই ঘটনায় তেজগাঁও থানায় প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
×