ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সম্রাট গংয়ের অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

প্রকাশিত: ০১:০৯, ১৮ অক্টোবর ২০২১

সম্রাট গংয়ের অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

স্টাফ রিপোর্টার ॥ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদসহ ১২ জনের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিবেদনটি কয়েকদিন আগে হাইকোর্টে আসলেও রবিবার নিশ্চিত করেছেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জনকণ্ঠকে বলেন , সিআইডির তদন্ত প্রতিবেদনে ১২ জনের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ৮টি মামলা হয়েছে। আদালত খোলার পর সিআইডির বিশেষ পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির স্বাক্ষরিত এ প্রতিবেদন বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হবে। মামলাগুলোর তদন্ত এখনও চলছে। আসামির সংখ্যা আরও বাড়তে পারে। এই তালিকা পুলিশের আইজির মাধ্যমে আমাদের হাতে এসেছে। প্রতিবেদনে যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছে খালেদ হোসেন ভুইয়া, রাজিব হোসেন রানা, জামাল, শরিফুল ইসলাম, আওলাদ হোসেন, সম্রাট, এনামুল হক আরমান, মমিনুল হক সাঈদ, মোঃ সাজাহান বাবুল, নাজমুল আবেদীন, হোসেলা আবেদীন, একেএম জাহিদ হোসেনসহ আরও অনেকে। সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাসিনো ব্যবসায়ী ইসমাইল চৌধুরী সম্রাটসহ সাতজন হ্যাকারদের মাধ্যমে সিঙ্গাপুর, ফিলিপিন্স, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় অর্থ পাচার করেছে। শুধু সম্রাট এবং এনামুল হক আরমানই ২৩২ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৬৯১ টাকা সিঙ্গাপুরে পাচার করেছে বলে জানিয়েছে সংস্থাটি।
×