ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে নৌকার চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২২:০০, ১৮ অক্টোবর ২০২১

রাঙ্গামাটিতে নৌকার চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় ঘরে ঢুকে নেথোয়াই মারমা (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত বারোটায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেথোয়াই মারমা আগামী ১১ নবেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিৎমরম ইউনিয়নে নৌকার প্রার্থী হিসাবে শনিবার মনোনয়নপত্র জমা দিয়ে বাড়িতে যান। সন্ত্রাসীদের ভয়ে তিনি এতদিন উপজেলা সদরে একটি রেস্টহাউসে থাকতেন। তার বাড়ি সেখান থেকে ৫ কিমি দূরে। নির্বাচনের বিষয়ে স্বজন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করার জন্য ওইদিন বাড়ি গিয়েছিলেন। এ খবর পেয়ে সন্ত্রাসীরা গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে তাকে টেনেহিঁচড়ে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ঘরেই তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ বিষয়ে কাপ্তাই থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, রবিবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নেথোয়াই চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের ধারণা এই ঘটনার জন্য জনসংহতি সমিতির সন্ত্রাসীরাই দায়ী। জেলাজুড়ে নৌকার প্রার্থীকে আতঙ্কিত করার জন্য পাহাড়ের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর জানান।
×