ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রকাশিত: ০০:১২, ১৭ অক্টোবর ২০২১

আওয়ামী লীগের বর্ধিত সভা

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ আগামী ২৮ নবেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার দুপুরে পৌরসভার মোল্লা কমিউনিটি সেন্টারে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার ও পৌর মেয়র নাইম ইউসুফ সেইন প্রমুখ। কুড়িগ্রামে খেতমজুর ও কৃষক ফ্রন্টের কাউন্সিল স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে জেলা বাসদের অঙ্গ সংগঠন সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম মোটর শ্রমিক ইউনিয়ন হলরুমে কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বাসদের সমন্বয়কারী ফুলবর রহমানের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এ্যাডভোকেট আবুল বাশার মঞ্জুকে সভাপতি ও ডাঃ রেজাউল ইসলাম রাজুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন রংপুর বাসদের বিভাগীয় সমন্বয়ক আব্দুল কুদ্দুস, গোলাম রব্বানী প্রমুখ। সঙ্গীতজ্ঞ যতীন্দ্রনাথ সাহা মিলনায়তন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ॥ শনিবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় দত্তপাড়া মহল্লায় শাহজাদপুরের কিংবদন্তি সঙ্গীত সাধক প্রয়াত যতীন্দ্রনাথ সাহার নামে ‘যতীন্দ্রনাথ সাহা মিলনায়তন’র উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মিলনায়তনের উদ্বোধন করেন। এ উপলক্ষে সেখানে পূরবী সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ শামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, পূরবী সঙ্গীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক শ্যামল কুমার সাহা প্রমুখ।
×