ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাকৃবির আবাসিক হল খুলছে ২৪ সেপ্টেম্বর

প্রকাশিত: ১৬:০৬, ২১ সেপ্টেম্বর ২০২১

বাকৃবির আবাসিক হল খুলছে ২৪ সেপ্টেম্বর

বাকৃবি সংবাদদাতা ॥ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছরের অধিক সময় বন্ধ থাকার পর আগামী ২৪ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া যাচ্ছে। ওই দিন শুধু স্নাতক শেষবর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা ৩ অক্টোবর থেকে হলে উঠতে পারবে। মঙ্গলবার ডিন কাউন্সিলের আহ্বায়ক ড. এ. কে ফজলুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ডিন কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, স্নাতক শেষবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে ২৭ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের হলে থেকেই পরীক্ষায় অংশ নিতে হবে। এ কারণে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ২৪ সেপ্টেম্বর হলে উঠতে পারবে। তবে প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা হলে থাকতে পারে ৩ অক্টোবর থেকে। তাদের সেমিস্টার ফাইনাল শুরু হবে ১৭ অক্টোবর। যেসব বর্ষের ব্যবহারিক ক্লাস এবং ক্লাস টেস্ট পরীক্ষা এখনো শেষ হয়নি তাদের ৪ থেকে ১০ অক্টোবরের মধ্যে ক্লাস এবং ক্লাস টেস্ট পরীক্ষা শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘ বন্ধের পর ক্যাম্পাস খুলতে সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ক্যাম্পাসে ও হলে অবস্থানকালে শিক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীর ভ্যাকসিন নিশ্চিত করা হয়েছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষায় থাকায় অল্প সংখ্যক শিক্ষার্থী আবাসিক হলগুলোতে অবস্থান করছে। এবিষয়ে জানতে চাইলে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, ডিন কাউন্সিল থেকে হল খুলে দেওয়ার প্রস্তাবটি একাডেমিক কাউন্সিলে পাশ হয়েছে। বিষয়টি আজকে (২২ সেপ্টেম্বর) সিন্ডিকেট সভায় পাশ হলেই আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।
×