ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরাপদ নগর সূচকে আরও দুই ধাপ এগোল ঢাকা

প্রকাশিত: ০০:৪২, ১৯ সেপ্টেম্বর ২০২১

নিরাপদ নগর সূচকে আরও দুই ধাপ এগোল ঢাকা

জনকণ্ঠ ডেস্ক ॥ নিরাপদ নগর সূচকে আরও দুই ধাপ এগোল ঢাকা। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তৈরি সূচকে বিশ্বের ৬০ শহরের মধ্যে এ বছর ৫৪তম হয়েছে বাংলাদেশের রাজধানী। দক্ষিণ এশিয়ার মধ্যে এর নিচে রয়েছে কেবল পাকিস্তানের বৃহত্তম শহর করাচী। এছাড়া ভারতের নয়াদিল্লী ৪৮ এবং মুম্বাই ৫০তম অবস্থানে। প্রতি দুই বছর পরপর নিরাপদ নগরের এই সূচক প্রকাশ করা হয়। কোন শহরের ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, অবকাঠামো, ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনা করে এই সূচক নির্ধারণ করা হয়। চলতি বছর এর সঙ্গে প্রথমবারের মতো যোগ হয়েছে পরিবেশগত নিরাপত্তাও। এর আগে, ২০১৭ সালে নিরাপদ নগরীর তালিকায় নিচের দিক থেকে তৃতীয়, অর্থাৎ ৫৮তম হয়েছিল ঢাকা। ২০১৯ সালের সূচকে এর অবস্থান দাঁড়ায় ৫৬তম। সেই হিসাবে, প্রতিবার ধারাবাহিকভাবে দুই ধাপ করে এগিয়েছে ঢাকা মহানগরী।
×