ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল ও কার্গো গেট উদ্বোধন

প্রকাশিত: ০০:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২১

পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল ও কার্গো গেট উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল স্থলবন্দর এলাকায় একটি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এবং অপর অরেকটি কার্গো গেট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে এ টার্মিনাল দুটি যৌথভাবে উদ্বোধন করেন- বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিনে যাত্রী সেবা এবং বাণিজ্য সম্প্রসারণে এমন দুটি সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। ব্যবসায়ী ও পাসপোর্টধারী যাত্রীরা বলছেন, যাত্রী টার্মিনালে যাত্রীদের যেমন ভোগান্তি কমবে তেমনি বাড়বে নিরাপত্তা। আর কার্গো টার্মিনাল বাণিজ্য প্রসারে বড় ভূমিকা রাখবে। এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোঃ আজিজুর রহমান, বেনাপোল বন্দর পরিচালক মোঃ মনিরুজ্জামান, বেনাপোল সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, নাভারণ সার্কেলের এএসপি মোঃ জুয়েল ইমরান ও বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব প্রমুখ।
×