ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনলাইন আইনী সেবা চালু

প্রকাশিত: ২২:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০২১

অনলাইন আইনী সেবা চালু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ প্রান্তিক অঞ্চলে মানুষের সুবিচার নিশ্চিতে ‘অনলাইন আইনী তথ্য ও সেবা কেন্দ্র’ চালু করল উন্নয়ন সহযোগী সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। উত্তরের জেলা কুড়িগ্রামের ‘চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে’ এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং কুড়িগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান। অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি ছিলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ সাইফুল ইসলাম। আরও যোগ দেন, ডিসি রেজাউল করিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক এবং জেলা ও দায়রা জজ আমলান কুসুম জিসনু, কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন, কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরাসিনিয়র সহকারী জজ কুদরত-ই-খুদা প্রমুখ।
×