ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

প্রকাশিত: ১৪:০৭, ৩ আগস্ট ২০২১

হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক ॥ ৩৭ লাখ টাকা মূল্যমানের হেরোইনসহ তিন মাদক কারবারিকে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। গ্রেফতারকৃতরা হলেন- মো. আশরাফুল হক (৪৪), মো. ইউসুফ আলী (৫০) ও মো. সেলিম রানা (৩৫)। আজহ মঙ্গলবার (৩ আগস্ট) সকালে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘১ আগস্ট থেকে ২ আগস্ট দুই দিনে ধারাবাহিক অভিযানে রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকা মূল্যমানের ৩৭৫ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল জব্দ করা হয়।’ তিনি বলেন, ‘আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ হেরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুন ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
×