ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবন থেকে মানসিক ভারসাম্যহীন নারী উদ্ধার

প্রকাশিত: ০০:৪৪, ৩১ জুলাই ২০২১

সুন্দরবন থেকে মানসিক ভারসাম্যহীন নারী উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ইটবাড়িয়া এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৩০) ১৩ দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে লোকালয় থেকে চার কিলোমিটার ভেতর বন থেকে তাকে এলাকাবাসী উদ্ধার করে। শরণখোলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী আওয়ামী লীগ নেতা জালাল মোল্লা জানান, জেলেদের কাছে সুন্দরবনে নারীর সন্ধান পেয়ে ২৫/৩০ জন লোক নিয়ে গত চারদিন ধরে সুন্দরবনের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। একপর্যায়ে শুক্রবার দুপুরে বনের ইটবাড়িয়া নামক স্থানে একটি গাছের ডালে বিবস্ত্র অবস্থায় বসা মানসিক ভারসাম্যহীন ওই নারীকে উদ্ধার করেন। শরণখোলা বাজার কমিটির সেক্রেটারি সেলিম খান জানান, কিছুদিন আগে অজ্ঞাত পরিচয়ের ওই মানসিক ভারসাম্যহীন নারীকে শরণখোলা বাজারে বিক্ষিপ্ত ঘোরাফেরা করতে দেখা যায়। ১৩ দিন আগে লোক মুখে জানতে পারি ওই নারী নদী সাঁতরে সুন্দরবনে প্রবেশ করেছে। এর পরে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
×