ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশুদের জন্য দেশীয় ভিডিও শেয়ারিং সাইট বেবিটিউব

প্রকাশিত: ২২:৫০, ২৪ জুলাই ২০২১

শিশুদের জন্য দেশীয় ভিডিও শেয়ারিং সাইট বেবিটিউব

আইটি ডট কম প্রতিবেদক ॥ শিশুদের জন্য দুই তরুণ তৈরি করেছে বেবিটিউব। দুই বন্ধু শামীম আশরাফ এবং সাজ্জাদুল ইসলাম শিশু ও কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে ও সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে শিশু কেন্দ্রিক এ্যাপ নির্মাণ করেছে ২০২০ সালে। অবসর সময়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করার বিষয় বস্তু ছিল নতুন এ্যাপ কিভাবে কাজ করে তা অনুসন্ধান করা। ৭ম শ্রেণীতে পড়ার সময় নোকিয়া ৩জি ফোন দিয়ে ‘XDA DEVELOPERS’ নামে একটি কমিউনিটি আছে সেখানে নানান ডেভেলপারদের টিউটোরিয়াল দেখে শুরু করে। নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে বাবার কাছ থেকে প্রথম ফোন পায়। ফোন পাওয়ার পর যুক্ত হয় AOSP (Android Open S Project) এর একটি টিমের সঙ্গে। ওয়েব ডেভলপমেন্ট নিয়ে কাজ করার আগ্রহ বেড়ে যায় এভাবেই। সাজ্জাদুলের পড়াশোনা জীবনের বেশিটভাগ সময় কাটে যশোরে। যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে মাধ্যমিকের গণ্ডি অতিক্রম করে। বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ পড়াশোনা সিএসই বিভাগের প্রথম বর্ষে। আগ্রহকে বাস্তবে রূপান্তর করার চেষ্টায় নেমে পড়ে বেবিটিউবের মাধ্যমে। ফেসবুক, টুইটার, ইনস্ট্রাগ্রাম, লিংকড-ইন, বেবিটিউব ফেসবুক পেইজ, ওয়েবসাইট এবং এ্যাপস এক লাখের অধিক মানুষ যুক্ত রয়েছে। বেবিটিউব (BabyTube) এ্যাপ মানুষ ব্যবহার করছে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোডের করে। সহজে জানার জন্য ওয়েবসাইটে চোখ বুলিয়ে আসতে পারেন baby-tube.com এ। বেবিটিউবে ইতোমধ্যে ছয়শোর অধিক ভিডিও কন্টেন্ট রয়েছে। বেবিটিউবে একসঙ্গে পাওয়া যাচ্ছে খেলাধুলা, কার্টুন, পড়াশোনা, মুভি, নাটক, গেম, গান, গজল, ট্রাভেল, ব্লগ, টেকনোলজিসহ শিশু-কিশোরনির্ভর সকল ধরনের কনটেন্ট। দিন দিন বাড়ছে শিশু-কিশোরদের মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার। বিনোদনের মাধ্যম হিসেবেও ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে তারা। তবে অনেক সময় দেখা যায়, আপত্তিকর অনেক ভিডিও তাদের সামনে চলে আসে। অভিভাবকরাও এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। আর এসব চিন্তা করেই এই পরিকল্পনা করেন জানান বেবিটিউবের প্রতিষ্ঠাতা শামীম আশরাফ। বেবিটিউবে শিশু-কিশোরদের জন্য নিরাপদ, মজাদার এবং শিক্ষণীয় ভিডিও শেয়ার করার সুযোগ তৈরি করেছে উদ্যোক্তারা। এ্যাপের পাশাপাশি সেবা পাওয়া যাবে বেবিটিউবের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটেও। বয়সভেদে যে কেউ এই সাইটে ভিডিও আপলোড করতে পারবেন। তবে বেবিটিউবে শিশুদের বিকাশের পথে বাধা হয়, এমন কোন ভিডিও দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করেছে বেবিটিউবের টেকনিক্যাল টিম। যার কারণে বেবিটিউবে শিশু-কিশোরদের জন্য ক্ষতিকারক ভিডিও থাকার সুযোগ নেই। ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানায় প্রতিষ্ঠাতা শামীম আশরাফ ; আমরা চাই প্রতিটি শিশু-কিশোর প্রযুক্তির দুনিয়ায় সুস্থ থাকুক। সে সুস্থতা নিশ্চিত হোক আমাদের মাধ্যমে। শিশু-কিশোরদের নিরাপদ রাখতে পারলে ভবিষ্যত সুন্দর হবে। অভিভাবকরা যেন নিশ্চিন্তে সন্তানদের হাতে মোবাইল বা ডিজিটাল ডিভাইসগুলো দিতে পারে এবং দেশের প্রতিটি শিশু-কিশোর নিরাপদ ইন্টারনেটের আওতায় আনা আমাদের পরিকল্পনা।
×