ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কঠোর আন্দোলনের প্রস্তুতি

প্রকাশিত: ০০:০৭, ২৫ জুন ২০২১

কঠোর আন্দোলনের প্রস্তুতি

২৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় আন্তর্জাতিকমানসম্পন্ন ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাস করে ৩ বছরে রূপান্তরের যে হঠকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে ২২ ও ২৩ জুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরী সভায় নেতৃবৃন্দ এ ধরনের আত্মঘাতী ও হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার ও সকল অসৎ উদ্দেশ্যমূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানান। -বিজ্ঞপ্তি নিরাপত্তা সম্মেলন রাশিয়ার রাজধানী মস্কোতে গত ২২ থেকে ২৪ জুন পর্যন্ত নবম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বের ১০৭টি দেশ এবং বৃহৎ ছয়টি আন্তর্জাতিক সংস্থা এই সম্মেলনে অংশগ্রহণ করে। রাশিয়া সরকারের পক্ষ থেকে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিওতে ধারণকৃত ভাষণ সম্মেলনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল অংশগ্রহণ করেন। -আইএসপিআর
×