ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে শর্তসাপেক্ষে খুলল আবাসিক হোটেল ॥ বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র

প্রকাশিত: ২৩:৪০, ২৫ জুন ২০২১

কক্সবাজারে শর্তসাপেক্ষে খুলল আবাসিক হোটেল ॥ বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-মোটেল ও গেস্ট হাউসগুলো খোলার অনুমতি মিলেছে। তবে জরুরী প্রয়োজন ছাড়া কাউকে রুম বুকিং দেয়া যাবে না। হোটেল খোলা রাখা গেলেও পর্যটকদের রুম ভাড়া দেয়া যাবে না। বন্ধ থাকবে সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলো। বৃহস্পতিবার থেকে সৈকত শহরের হোটেলগুলো খুলেছে মালিকপক্ষ। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ জানান, পর্যটন সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকা নির্বাহের দাবির প্রেক্ষিতে শর্তসাপেক্ষে হোটেল-মোটেল ও গেস্ট হাউসগুলো খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি মনিটরিং কমিটি। এই কমিটি হোটেল-মোটেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা বেঁধে দিয়েছে। দিকনির্দেশনাসমূহ বাস্তবায়নে কোন ব্যত্যয় ঘটলে মনিটরিং কমিটি আবারও বন্ধ করে দেবে হোটেল মোটেল।
×