ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক থেকে বৃদ্ধাকে উদ্ধার করে পাঠানো হলো আশ্রয় কেন্দ্রে

প্রকাশিত: ২৩:১৮, ১৮ জুন ২০২১

সড়ক থেকে বৃদ্ধাকে উদ্ধার করে পাঠানো হলো আশ্রয় কেন্দ্রে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বুধবার গভীর রাতে পুরনো ঢাকার সূত্রাপুর কাঠেরপুলে সড়কে পড়ে থাকা অসুস্থ এক বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী বৃদ্ধ ও শিশু আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বুধবার রাত সোয়া ১১টার দিকে বিপ্লব সরকার নামে এক পথচারী রাজধানীর সূত্রাপুর থানার কাঠেরপুল থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে কসমোপলিটন স্কুলের কাছের সড়কে আনুমানিক ৭০ বছরের এক অসুস্থ বৃদ্ধা কান্নাকাটি করছিলেন। পথচারী বৃদ্ধাকে জিজ্ঞেস করে জানতে পেরেছেন বৃদ্ধার রিক্সাচালক ভাই সকালের দিকে তাকে সেখানে ফেলে রেখে চলে গেছেন। বৃদ্ধার নাম মেহেরুন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানা এলাকায়। তিনি জানান, ওই ফোনকলের পর তাৎক্ষণিকভাবে বিষয়টি সূত্রাপুর থানায় জানিয়ে বৃদ্ধাকে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
×