ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাজিরহাট ও আরিচায় যানবাহনের দীর্ঘ লাইন, দুর্ভোগ

প্রকাশিত: ২৩:০৫, ১৮ জুন ২০২১

কাজিরহাট ও আরিচায় যানবাহনের দীর্ঘ লাইন, দুর্ভোগ

সংবাদদাতা, বেড়া, পাবনা, ১৭ জুন ॥ বেড়া উপজেলার কাজিরহাট এবং মানিকগঞ্জের আরিচা নৌপথে চলাচলকারী চারটি ফেরির দুটিই এক সপ্তাহ ধরে নষ্ট হয়ে আছে। ফেরি সঙ্কটে কাজিরহাট ও আরিচাঘাটে গত ৪-৫ দিন ধরে শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহাবুবুর রহমান জানান, কাজিরহাট-আরিচা নৌপথে চলাচলকারী চারটি ফেরির মধ্যে বর্তমানে বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল নামে দুটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি দুটি ফেরি কেতকী ও কপোতী বিকল হয়ে পড়ে আছে। কাজিরহাট ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, সময়মতো ঘাট পার হতে না পেরে দুর্ভোগে পড়েছেন পণ্যবাহী যানবাহনের চালকরা। ভোগান্তিতে পড়েছেন মাইক্রোবাস ও প্রাইভেটকারের চালক এবং যাত্রীরাও। ফেরির জন্য তাদের ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। পাবনা থেকে ঢাকাগামী ট্রাকের চালক নবির হোসেন বলেন, কাজিরহাট ফেরিঘাটে কমপক্ষে আট ঘণ্টা বসে আছি। এখনও ফেরিতে উঠার সিরিয়াল পাইনি। সরোয়ার হোসেন নামের এক ট্রাক চালক জানান, বঙ্গবন্ধু সেতু হয়ে সড়কপথে অতিরিক্ত যানজটের কারণে একটু দ্রæত যাওয়ার জন্য ফেরি পারাপার হয়ে ঢাকা যাওয়ার উদ্দেশে কাজিরহাট এসেছি। কিন্তু এখানকার চিত্রও একই। কখন যে ঢাকায় পৌঁছাতে পারব? পাবনা জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপ (নগরবাড়ি ঘাট) নেতৃবৃন্দের অভিযোগ, যানবাহনের চাপ বাড়লেও ফেরি বাড়ানোর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ঘাট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ঘাট কর্তৃপক্ষের ভাষ্য, কাজিরহাট ও আরিচা ঘাটের পন্টুনে ওঠার রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে। ফলে সমস্যা আরও বেড়েছে। বিকল্প ফেরির বিষয়ে কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহাবুবুর রহমান বলেন, পাটুরিয়া ঘাট থেকে খান জাহান আলী নামে একটি ফেরি নিয়ে আসা হয়েছে। দ্রæতই যানজট নিরসন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
×