ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন জেলায় করোনায় মৃত্যু ১৭

প্রকাশিত: ২৩:০৩, ১৮ জুন ২০২১

তিন জেলায় করোনায় মৃত্যু ১৭

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহীতে করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। সীমান্তবর্তী জেলাগুলোতে মৃত্যুহার বাড়ছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে রয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে দিনাজপুরে তিনজন, মেহেরপুরে দুজন, নওগাঁয় দুজন, কুড়িগ্রামে দুজন এবং যশোরে চারজনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে করোনা শনাক্ত হয়েছে রাজশাহীতে ১৬৬ জন, দিনাজপুরে ২৭৫, যশোরে ২০৩, ঝালকাঠিতে ১৩, কুড়িগ্রামে ১৩, নাটোরে ৬৬, নওগাঁয় ৩৪, পঞ্চগড়ে ১২, সাতক্ষীরায় ৮৮ জন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৪০০ জনের করোনা পরীক্ষা করে ১৬৬ জন সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন তারা। সংক্রমণের হার ৪১.৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যালে ভর্তি হয়েছেন ৪৪ জন করোনায় আক্রান্ত নতুন রোগী। হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৩০৯টি শয্যার বিপরীতে ভর্তি আছে ৩৫৮ জন। আর নির্ধারিত ২২টি আইসিইউতে ভর্তি আছে ২০ জন করোনা রোগী। যশোরে চারজনের মৃত্যু ॥ যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন চারজন। শনাক্তের হার ৪২ শতাংশ। ইতোমধ্যে যশোর জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিট পূর্ণ হয়ে গেছে। বর্তমানে সেখানে ৯১জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ। মারা গেছেন ৪ জন। সাতক্ষীরায় ১৬ দিনে হাজার শনাক্ত ॥ জুনের ১৬ দিনে সাতক্ষীরায় করোনা শনাক্ত এক হাজার ছাড়িয়েছে। গত ১৬ দিনে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে দুই হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮১ জনের করোনা শনাক্ত হয়। জুন মাসে শনাক্তের গড় হার ৫০ দশমিক ০৫ শতাংশ। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আটজন এবং সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে ৪৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় আরও ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ১৮৬ জনের। শনাক্তের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ। দিনাজপুরে তিনজনের মৃত্যু ॥ গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই সময়ে করোনায় মারা গেছেন তিনজন। দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দিনাজপুর জেলায় ২৭৫ জনের করোনা শনাক্ত হয়। মেহেরপুরে দুজনের মৃত্যু ॥ মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজনগর গ্রামের শেখপাড়ার মৃত মুলক চাঁদের স্ত্রী সাহেরা খাতুন (৬০) ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাংনী উপজেলা মঠমুড়া গ্রামের রাহিম বক্সের ছেলে আব্দুল হান্নান (৬৫) মারা যান। পঞ্চগড়ে ১২ জন আক্রান্ত ॥ দেশের অন্যান্য সীমান্ত জেলার মতো পঞ্চগড়েও করোনা সংক্রমণের হার বাড়ছে। একদিনে জেলায় সর্বোচ্চ ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নওগাঁয় দুজনের মৃত্যু ॥ নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন নিয়ামতপুরের এবং অপরজন মান্দার বাসিন্দা। এদিকে নওগাঁ সদর হাসপাতালে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত নতুন করে ৩৪ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। নাটোরে আক্রান্ত ৬৬ জন ॥ নাটোর জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৬জন করোনা সংক্রমিত হয়েছেন। সংক্রমণের হার ৫১.৫০ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৮ জনের। নাটোর পৌর শহর এলাকায় সংক্রমণের হার ৭৬ শতাংশ। শহর এলাকায় ৫০ জনের পরীক্ষা করে ৩৮ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। কুড়িগ্রামে একজনের মৃত্যু ॥ গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন। সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান এ মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, জেলার মানুষকে করোনা সংক্রমণ রোধে আরও সচেতন হওয়াসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।
×