ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের পাসপোর্টে পরিবর্তনে ব্যথিত ফিলিস্তিনী দূত

প্রকাশিত: ০০:২২, ২৫ মে ২০২১

বাংলাদেশের পাসপোর্টে পরিবর্তনে ব্যথিত ফিলিস্তিনী দূত

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইল প্রসঙ্গ বাদ দেয়ার বিষয়ে সরকারের যুক্তি মেনে নিলেও এই সময়ে এই খবর শুনে ব্যথিত বোধ করার কথা জানিয়েছেন ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান। ‘ইসরাইল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ বাংলাদেশের পাসপোর্টে লেখা এই বাক্যটি থেকে ‘ইসরাইল ব্যতীত’ কথাটি বাদ পড়ার খবর সম্প্রতি গণমাধ্যমে আসে। সোমবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসভবনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান রামাদান; যিনি দুদিন আগেই ফিলিস্তিনীদের সংগ্রামের প্রতি অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। খবর বিডিনিউজের। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘এটা অগ্রহণযোগ্য, নিশ্চিতভাবে অগ্রহণযোগ্য। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু শেষ কথা হলো, বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, এটাকে আমরা সম্মান করি। যদি আপনি আমি এবং অধিকাংশ ফিলিস্তিনী জনগণের অনুভূতির বিষয়ে জিজ্ঞেস করেছেন, তাহলে আমার অনভূতি হচ্ছে এটা অগ্রহণযোগ্য। সার্বভৌম দেশ হিসেবে যেকোন সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারে। আমরা কেবল সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানাতে পারি এবং আশা করি তারা তা করবে। গাজায় সাম্প্রতিক ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যে বাংলাদেশের পাসপোর্টে এই পরিবর্তনের বিষয়টি নিয়ে গত দুদিন ধরেই আলোচনা চলছে। ইসরাইলের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোন পরিবর্তন এসেছে কি না- সেই প্রশ্নও তোলা হচ্ছে।
×