ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্ধ বিনোদন কেন্দ্র খোলা থাকে কীভাবে?

প্রকাশিত: ২৩:১৮, ১৮ মে ২০২১

বন্ধ বিনোদন কেন্দ্র খোলা থাকে কীভাবে?

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৭ মে ॥ করোনাভাইরাস সংক্রমণ যাতে না ঘটে সেজন্য দেশের সব বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু নারায়ণগঞ্জ জেলায় করোনার ঝুঁকি বেশি থাকলেও সরকারী সিদ্ধান্তকে তোয়াক্কা না করে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবো এলাকায় অবস্থিত বাংলার তাজমহল, পিরামিড ও সাদিপুর ইউনিয়নের নানাখীতে অবস্থিত সামারা ভিলেজ ঈদের দিন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছেন মালিক কর্তৃপক্ষ। প্রতিদিনের ন্যায় সোমবারও দর্শনার্থীরা টিকেট সংগ্রহ করে তাজমহলের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। রবিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখে যায়, বাংলার তাজমহল ও পিরামিডের ভেতরে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, নেই কারও মুখে মাস্ক। স্বাস্থ্যবিধির বালাই ও সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে ঈদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে দর্শনার্থীদের। দাউদকান্দি এলাকা থেকে আসা কবির হোসেন বলেন, ঈদের ছুটিতে ঘরে বসে থাকতে ভাল লাগছে না। তাজমহল ও পিরামিড খোলা এমন খবর পেয়ে বন্ধুদের নিয়ে ঘুরতে আসলাম। ১৫০ টাকা করে প্রতিজনে কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে তাজমহলের ভেতরে প্রবেশ করেছি। যাত্রাবাড়ী থেকে ঘুরতে আসা তাইজদ্দিন জানান, সব জায়গায় বিনোদন কেন্দ্র বন্ধ রয়েছে। খবর পেয়েছি তাজমহল খোলা তাই করোনার ঝুঁকি নিয়েই স্ত্রী ও সন্তানদের তাজমহল দেখাতে নিয়ে আসলাম। তিনি আরও বলেন, তাজমহল খোলা থাকলে দর্শনার্থী ঢুকবে এটাই স্বাভাবিক। মদনপুর থেকে ঘুরতে আসা পপি আক্তার জানান, সামারা ভিলেজ খোলা রয়েছে এমন খবর শুনে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসলাম। এখানে মনোরম পরিবেশ তাই ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করলাম। পিরামিডের পরিচালক উজ্জল ভূঁইয়া জানান, কে বলেছে বিনোদন কেন্দ্র বন্ধ। সব জায়গায় খোলা। আমাদের ভেতরে কাজ চলছে তাই খোলা রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তাজমহলের এক কর্মকর্তা জানান, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে খোলা রাখা হয়েছে।
×