ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রামুতে গণধর্ষণের শিকার কিশোরী উদ্ধার, সৎ পিতা গ্রেফতার

প্রকাশিত: ১৫:২২, ২৯ এপ্রিল ২০২১

রামুতে গণধর্ষণের শিকার কিশোরী উদ্ধার, সৎ পিতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুতে গণধর্ষণের শিকার কিশোরীর সৎ পিতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে রামুর জোয়ারিয়ানালা মালাপাড়া মিতারছড়ায় পুলিশ এ অভিযান চালায়। আটক শাহ আলম (৪০) নাদেরপাড়ার মৃত আবুল হোসেনের পুত্র। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে রামুর জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী বহুল আলোচিত অবকাশ কমিউনিটি সেন্টারে গণধর্ষণের এ ঘটনা ঘটে। রামু থানার ওসি (তদন্ত ) জানিয়েছেন, জোয়ারিয়ানালা মালাপাড়া মিতারছড়ার একটি বাড়ি থেকে ধর্ষিতাকে উদ্ধার ও ধর্ষণে অভিযুক্ত সৎ পিতা শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। গণধর্ষণের ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ধর্ষকরা মেয়েটিকে নির্জন এলাকা ওই বাড়িতে নিয়ে আটকে রাখে। স্থানীয়রা টের পেয়ে রামু থানাকে জানালে ওসি (তদন্ত) ওই বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার এবং ধর্ষণের অভিযোগে কিশোরীর সৎ পিতাকে গ্রেফতার করে। জানা গেছে, বিয়ের প্রলোভন দিয়ে সাইমন নামে এক সিএনজি চালক মঙ্গলবার রাতে ওই কিশোরীকে অবকাশ কমিউনিটি সেন্টারে নিয়ে যায়। সেখানে সৎ পিতা শাহ আলম, সাইমন ও তাদের সহযোগি মো: কালু সহ মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার কিশোরী জানিয়েছে, তার বাড়ি জোয়ারিয়ানালা নাদেরপাড়া হলেও সে পরিবার থেকে আলাদা হয়ে চট্টগ্রামের ভাটিয়ারীতে বসবাস করত। জোয়ারিয়ানালা নাদেরপাড়ার মৃত শহীদ উল্লাহর পুত্র সিএনজি অটোরিকশা চালক সাইমন তাকে বিয়ের আশ্বস দিয়ে জোয়ারিয়ানালায় নিয়ে আসে।
×