ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমর পাল

তুতুলের নৃত্য

প্রকাশিত: ২০:৩১, ২৪ এপ্রিল ২০২১

তুতুলের নৃত্য

বসন্তে ফুল ফুটলো গাছে নানান রঙের শোভা ফুলগুলো সব দুলছে দোদুল ভীষণ মনোলোভা ! ফুলের ওপর প্রজাপতির রঙ বেরঙের ডানা দুচোখ ভরে দেখতে তাদের নেইতো কারোর মানা! বাগানে রোজ কোকিল ডাকে কুহু কুহু তানে তুতুল সোনার ঘুম ভেঙ্গে যায় কোকিল পাখির গানে! ঘুমের থেকে উঠেই তুতুল ফুল বাগানে গেলে প্রজাপতির দলেরা সব আসে ডানা মেলে। প্রজাপতি দেখেই তুতুল যেই জুড়ে দেয় নৃত্য মিস্টি সুরে কোকিল তখন শোনায় তারই গীত তো!
×