ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় আরও ৯৫ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:৩৪, ২২ এপ্রিল ২০২১

করোনায় আরও ৯৫ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ॥ করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন চার হাজার ২৮০ ব্যক্তি। বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু ১০ হাজার ৬৮৩ এবং শনাক্ত ৭ লাখ ৩২ হাজার ৬০ ব্যক্তি। গত ১৬ ও ১৭ এপ্রিল দেশে করোনায় ১০১ ব্যক্তি করে মারা যান। ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ ব্যক্তি। সোমবার করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। যা একদিনে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৫৬১টি। এ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৪০৮টি। এখন পর্যন্ত ৫২ লাখ ৪৯ হাজার ৬৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২, এখন পর্যন্ত সুস্থ ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ ব্যক্তি। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, পরীক্ষা অনুযায়ী ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৬ দশমিক ৭৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৫৯ পুরুষ এবং নারী ৩৬ জন। এখন পর্যন্ত পুরুষ ৭ হাজার ৮৮৬ এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭৯৭।
×