ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ২৩:২৬, ১৯ এপ্রিল ২০২১

শোক সংবাদ

মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মুক্তিযুদ্ধকালীন উত্তরাঞ্চলের বেসরকারী সেক্টর পলাশডাঙ্গা যুব শিবিরের উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ম.ম আমজাদ হোসেন মিলন (৭৬) রবিবার সকালে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। অসুস্থতাজনিত কারণে ১০ এপ্রিল ঐ হাসপাতালে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর তাড়াশ ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম জানাজা ও তার গ্রামের বাড়ি মাগুড়া বিনোদ কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়েছে। শেখ মাহফুজুল হক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ জুট এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান খুলনার প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মাহফুজুল হক শনিবার রাত ১০টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাজা রবিবার বেলা ১১টায় নগরীর দেয়ানা দক্ষিণপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ দেয়ানা উত্তরপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নজরুল ইসলাম বকসী স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ করোনায় আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে কক্সবাজারের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বকসী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। সহধর্মিণী লুৎফা বকসীর চিকিৎসার জন্য গত ১৮ মার্চ ভারতে যান নজরুল ইসলাম বকসী। সেখানে গত ২৪ মার্চ থেকে নিজেই করোনা রোগে আক্রান্ত হন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
×