ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় আদ্-দ্বীনের ডাঃ আশরাফ আলীর মৃত্যু

প্রকাশিত: ২৩:২৪, ১৯ এপ্রিল ২০২১

করোনায় আদ্-দ্বীনের ডাঃ আশরাফ আলীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট চিকিৎসা শিক্ষাবিদ ও সার্জারি বিশেষজ্ঞ ও আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আবু আহমেদ আশরাফ আলী ইন্তেকাল করেছেন। গত ১৭ এপ্রিল রাত ১০টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থান শেষ নিশ্বাস ত্যাগ করেন। করোনা আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মুহাম্মদ আব্দুস সবুর ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ শেখ মহিউদ্দিন। বরেণ্য এ চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার পর ২ এপ্রিল আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩ এপ্রিল তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ১৮ এপ্রিল বনানী কবরস্থানে বাদ জোহর জানাজা শেষে বিশিষ্ট এ চিকিৎসা শিক্ষাবিদকে সমাহিত করা হয়। অধ্যাপক ডাঃ আশরাফ আলীর মৃত্যুতে তার শেষ কর্মস্থল আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে।
×