ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিনেতা ওয়াসিমকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে

প্রকাশিত: ১১:৩২, ১৮ এপ্রিল ২০২১

অভিনেতা ওয়াসিমকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে

অনলাইন ডেস্ক ॥ অভিনেতা ওয়াসিমকে (৭৪) আজ রবিবার রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে গুলশান আজাদ মসজিদে বাদ যোহর তার জানাজা সম্পন্ন হবে। জানা গেছে, বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। শনিবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রখ্যাত এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বাসায় অসুস্থ ছিলেন। এক সময় বাণিজ্যিক-অ্যাকশনের পাশাপাশি ফোক-ফ্যান্টাসি সিনেমার এক নম্বর আসনটি দখলে ছিল ওয়াসিমের। ১৯৭২ সালে ঢাকাই সিনেমাতে ওয়াসিমের অভিষেক হয় সহকারী পরিচালক হিসেবে ‘ছন্দ হারিয়ে গেলো’র মাধ্যমে। আর নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে। দিন যতই যেতে থাকে ওয়াসিমের জনপ্রিয়তা ততই আকাশচুম্বী হয়। এক সময় বাণিজ্যিক ঘরানার সিনেমায় অপরিহার্য নায়ক হয়ে ওঠেছিলেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন ১৩৩টি সিনেমায়।
×