ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কার্যকারিতায় কোভিশিল্ডের চেয়ে এগিয়ে কোভ্যাকসিন

প্রকাশিত: ২৩:৩৮, ১৪ এপ্রিল ২০২১

কার্যকারিতায় কোভিশিল্ডের চেয়ে এগিয়ে কোভ্যাকসিন

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের সব দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৪২২ জন। এর মধ্যে ২৯ লাখ ৬১ হাজার ৪২৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা প্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১১ কোটি ০৫ লাখ ৩৮ হাজার ৩৬৩ জন। খবর এএফপি, বিবিসি, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। এদিকে করোনাভাইরাসের বিভিন্ন রূপান্তরিত ধরনের বিরুদ্ধে কার্যকারিতার দিক থেকে ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনা টিকা কোভিশিল্ডের চেয়ে এগিয়ে আছে দেশটিরই অপর ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাকসিন। ভারতের চিকিৎসা বিষয়ক গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিসিন রিসার্চের (আইসিএমআর) সাম্প্রতিক গবেষণায় এই তথ্য জানা গেছে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাসের রূপান্তরিত ধরনগুলোর মধ্যে যুক্তরাজ্য ও ব্রাজিলীয় ধরনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধী প্রোটিন গড়ে তুলতে সক্ষম কোভ্যাকসিন। অন্যদিকে কোভিশিল্ড কার্যকর ভাইরাসটির যুক্তরাজ্য ধরনের বিরুদ্ধে। ভারতে এ পর্যন্ত সার্স-কোভ-২ ভাইরাসের যুক্তরাজ্য ধরন, দক্ষিণ আফ্রিকা ধরন ও ব্রাজিলীয় ধরন এই তিনটি রূপান্তরিত ধরন শনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে যুক্তরাজ্য ধরন ও দক্ষিণ আফ্রিকান ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে দেশটিতে। ব্রাজিলীয় ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা সেখানে তুলনামূলকভাবে কম। সক্রিয় রোগীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ভারত ॥ ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ৬০ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যার ভিত্তিতে সারা বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। এমনকি ফের আক্রান্তের সংখ্যার ভিত্তিতে ব্রাজিলকে ছাড়িয়ে গিয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি। যার মাধ্যমে ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ১৫৩ জন। যেখানে ব্রাজিলে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন। দ. কোরিয়ায় ঘরে বসেই করা যাবে করোনা পরীক্ষা ॥ দক্ষিণ কোরিয়ায় এখন থেকে ঘরে বসেই করা যাবে করোনা পরীক্ষা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সেলফ টেস্ট কিট ব্যবহারের অনুমোদন দিয়েছে। ফলে যে কেউ চাইলেই এসব কিট দিয়েই নিজের করোনা পরীক্ষা করতে পারবেন। তবে এসব কিটের নির্ভুলতা তুলনামূলকভাবে কম। সে কারণে অনেকেই এসব কিটের ওপর কম আস্থা রাখেন।
×