ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক প্রকাশ করায় প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যের ধন্যবাদ

প্রকাশিত: ০১:২১, ১৩ এপ্রিল ২০২১

প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক প্রকাশ করায় প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যের ধন্যবাদ

জনকণ্ঠ ডেস্ক ॥ রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক প্রকাশ করায় যুক্তরাজ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারংটন ডিকসন সোমবার এক বিবৃতিতে বলেন, ‘এই মুহূর্তে মানবিক সমর্থন ও সমবেদনাপূর্ণ বার্তার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ।’ রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক গভীর ও প্রশস্ত। খবর বাসসর। ডিকসন বলেন, ‘হিজ রয়েল হাইনেসের’ বন্ধুত্বপূর্ণ নীতির আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে তারা বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখবে। শুক্রবার বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে ডিউক অব এডিনবার্গ, প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। এতে আরও বলা হয়, ‘এই দুঃখের সময়ে রানী ও রাজ পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ ১৭ এপ্রিল যুক্তরাজ্য সময় ১৫০০টায় উইনসোর ক্যাসেলের সেন্ট জর্জের চ্যাপেলে এই শেষকৃত্য অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যজুড়ে স্থানীয় সময় ১৫০০টায় এক মিনিট নীরবতা পালন করা হবে এবং এরপর রাজকীয় মর্যাদায় প্রিন্স ফিলিপের সিরিমোনিয়াল রয়েল ফিউনারেল অনুষ্ঠিত হবে। ২০২০ সালে রানীর মাতা, রানী এলিজাবেথের শেষকৃত্য যেভাবে সম্পন্ন হয়েছে- সেভাবেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। যুক্তরাজ্যে এখন জাতীয় শোক চলছে। ১৮ এপ্রিল ০৮০০টা পর্যন্ত শোক চলবে। ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এই সময়ে যুক্তরাজ্যের সব সরকারী ভবনে পতাকা অর্ধনমিত থাকবে। ব্রিটিশ হাইকমিশনার জানিয়েছেন, করোনার কারণে বিদ্যমান জনস্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় জনসাধারণের জন্য শারীরিকভাবে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে গিয়ে ‘শোক বইয়ে’ স্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়নি। তবে অনলাইনের মাধ্যমে জনগণ িি.িৎড়ুধষ.ঁশ/ নড়ড়শং-পড়হফড়ষবহপব এই ওয়েবসাইটে ঢুকে বুক অব কন্ডোলেন্সের মাধ্যমে রাজপরিবারকে তাদের শোক বার্তা পাঠাতে পারবে।
×