ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৩০ কোটি টাকার টেন্ডার নিয়ে জবি ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

প্রকাশিত: ০০:৪০, ১২ এপ্রিল ২০২১

৩০ কোটি টাকার টেন্ডার নিয়ে জবি ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের অধিগ্রহণকৃত জমির সীমানা প্রাচীরের জন্য বরাদ্দ দেয়া ৩০ কোটি টাকার টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারির দফতরে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জনা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসের অধিগ্রহণকৃত জমির সীমানা প্রাচীরের বরাদ্দ দেয়া ৩০ কোটি টাকার টেন্ডারের পার্সেন্টিস লাভের আশায় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলআমিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে মোবারক রিসাদ, শান্তা জমুল বাবু, সাবেক দফতর সম্পাদক শাহবাজ হোসেন বর্ষণ, ছাত্রলীগ কর্মী রিফাত সাঈদসহ ডজনখানেক ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান প্রকৌশলীর দফতরে প্রবেশ করে প্রকৌশলীর কাছে টেন্ডারের পার্সেন্টিস চাইতে আসে। পরে খবর পেয়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মীরা প্রধান প্রকৌশলীর দফতরে ঢুকলে দুই পক্ষেও মাঝে হাতাহাতি ও শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটে। এ বিষয়ে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগ নেতার পরিচয় দিয়ে কয়েক জন দফতরে পরিচয় হতে আসে। এ সময় জুনিয়র কিছু কর্মী এসে টেন্ডার নিয়ে কথা বলতে থাকে। দুই পক্ষেও বাকবিত-ায় পরিস্থিতি উত্তপ্ত হলে আমি তাদের বের হয়ে যেতে বলি। এ সময় তাদের দুই পক্ষেও হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এর পর প্রক্টরিয়াল বডি এসে উভয় পক্ষকে শান্ত করে। তিনি আরও বলেন, এর আগে আশরাফুল, ইব্রাহিম ও শাকিল কয়েক বার এসেছিল। টেন্ডার হলে সেখান থেকে কিছু পার্সেন্টিজ রাখতে বলে। আজকের ঘটনা ওই সূত্র ধরেই হতে পারে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামালের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে আসলে দুই পক্ষবের হয়ে যায়। পরে এই কর্মীরা বের হয়ে ‘টেন্ডার বাজের আস্তানা জগন্নাথে রাখবো না’ স্লোগানে ক্যাম্পাসে মহড়া দিয়ে নেতাদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ সময় ক্যাম্পসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। এ বিষয়ে জবি ছাত্রলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম বলেন, আমি শুনেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাজ হচ্ছে এর বাইরে কিছুই জানি না। আজ শুনলাম ছাত্রলীগের কেবা কাহারা ইঞ্জিনিয়ার দফতরে যেয়ে অপ্রীতিকর ঘটনা ঘটাইছে। এ বিষয়ে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি বলেন, ছাত্রলীগ নেতার পরিচয় দিয়ে কয়েকজন দফতরে পরিচয় হতে আসে।ওরা টেন্ডারের বিষয়ে আলোচনা করে তাদের দেখভাল করে রাখতে বলে। এরই মধ্যে জুনিয়র কর্মীদের একটি গ্রুপ আসলে দুইগ্রুপের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয় এবং পরে সবাই দফতর ত্যাগ করে চলে যায়। প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, ছাত্রলীগের দুইগ্রুপের মাঝে ভুল বুঝাবুঝি হয়, আমি তাদের বুঝিয়ে সরিয়ে দেই। ক্যাম্পাসে কেউ এ নিয়ে ঝামেলা করলে আমরা ব্যবস্থা নিবো।
×