ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জ ও সিলেটে থানার সামনে বিশেষ নিরাপত্তা চৌকি

প্রকাশিত: ০১:২০, ৯ এপ্রিল ২০২১

না’গঞ্জ ও সিলেটে থানার সামনে বিশেষ নিরাপত্তা চৌকি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও আটটি ফাঁড়িতে এলএমজি বিশেষ নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। বুধবার রাত থেকে থানায় নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্ব অনুসারে থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় গিয়ে দেখা যায়, থানার ছাদের ওপর গোলঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে চৌকি। সেখানে দায়িত্বরত পুলিশের এক সদস্য এলএমজি তাক করে বসে আছেন। এদিকে স্টাফ রিপোর্টার জানান, সিলেট জেলার বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতেও বালির বস্তা দিয়ে বিশেষ নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং সেখানে পুলিশ পাহারা দিচ্ছে।
×