ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রেজাউল করিম খোকন

নারী দিবসে ‘বোম্বে বেগমস’

প্রকাশিত: ২২:৪২, ৪ মার্চ ২০২১

নারী দিবসে ‘বোম্বে বেগমস’

আগামী ৮ মার্চ, এবারের আন্তর্জাতিক নারী দিবসে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘বোম্বে বেগমস’। সমকালীন সমাজ বাস্তবতায় ভারতের মুম্বাই শহরের পটভূমিকায় গড়ে উঠেছে এই ওয়েব সিরিজের গল্প। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ৫ নারীর জীবনযুদ্ধের নাটকীয় বিচরণ তুলে ধরা হয়েছে ‘বোম্বে বেগমস’ ওয়েব সিরিজে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সমাজের অপেক্ষাকৃত ভাল অবস্থানে থাকা মধ্যবয়সী এক নারী। যার নাম রাণী। ঘটনাচক্র তার সঙ্গে নানাভাবে জড়িয়ে যায় সমাজের বিভিন্ন স্তর থেকে আসা আরও চার রমণী লিলি, ফাতিমা সাই ও আয়েশা। সমকালীন সমাজ সর্বাত্মক চেষ্টা, আদর্শ সম্মান নীতিবোধ টিকিয়ে কিংবা জলাঞ্জলি দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নে বিভোর কয়েকজন রমণীর বিচিত্র অভিজ্ঞতার কথা চমৎকারভাবে তুলে ধরার প্রচেষ্টা রয়েছে নতুন এই ওয়েবসিরিজে। যা দেখতে বসে আজকের অনেক নারী নিজেদের খুঁজে পাবেন বর্ণিত চরিত্রগুলোর মধ্যে। এই ওয়েব সিরিজে আজকের কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রে সেটা চাকরি হোক কিংবা ব্যবসাবাণিজ্য হোক দেখানোর আন্তরিক চেষ্টা করেছেন এর রচয়িতা ও পরিচালক অলংকৃতা শ্রীবাস্তব। নতুন এই ওয়েব সিরিজটি নিয়ে পরিচালক অলংকৃতা প্রত্যাশা। তার ধারণা এবারের আন্তর্জাতিক নারী দিবসে বর্তমান সামাজিক বাস্তবতায় বিভিন্ন শ্রেণী পেশা ধর্ম বর্ণের নারীদের জীবনযুদ্ধের গল্প সবার হৃদয় স্পর্শ করবেই। ওয়েব সিরিজটি দেখতে বসে ঘরে ঘরে অনেক নারীই তাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন। আসলে আজকাল নারীরা ঘরের বাইরে এবং ঘরের মধ্যে যে ধরনের প্রতিকূলতার মুখোমুখি হন তা দেশ ও সমাজভেদে হয়তো কিছুটা অন্যরকম মনে হলেও তবে শেষ পর্যন্ত সবার দুঃখ, বঞ্চনা, গ্লানি অপমান নিগ্রহ স্বপ্ন ভঙ্গের বেদনার সুর কষ্ট একই সূত্রে গাঁথা। এর আগে অনেক বলিউডি ওয়েব সিরিজে নারীর নানা দুঃখ বেদনা কষ্ট আরস্বপ্ন ভঙ্গের গল্প তুলে ধরা হয়েছে তবে নতুন ওয়েব সিরিজ ‘বোম্বে বেগমস’ দর্শকদের জন্য নতুন মেসেজ নিয়ে আসছে। নারী দিবসে নারীমুক্তি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন সভা, সেমিনার, আলোচনা সভা, র‌্যালিতে অনেক কথা বলা হয় তবে প্রকৃতপক্ষে নারীর একান্ত নিজস্ব কিছু অত্যন্ত সাহসীকভাবে সাবলীলভঙ্গিতে উপস্থাপন করা হবে আলোচ্য, ওয়েব সিরিজটিতে। যার প্রথম সিজনটি মুক্তি পাচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবসে। মোট ৬টি পর্য থাকছে ‘বোম্বে বেগমস’ ওয়েব সিরিজের প্রথম সিজনে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পুজা ভাট (রাণী), সাহানা গোস্বামী (ফাতিমা), অমৃতা সুভাষ (লিলি), আধ্যা আনন্দ (সাই), প্লাবিতা বোর ঠাকুর (আয়েশা) রাহুল বোস, দানিশ হুসাইন, বিবেক গোমবার, মনীষ চৌধুরী প্রমুখ। অভিনেত্রী পূজাভাটের ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে ‘বোম্বে বেগমস’ এর মাধ্যমে। বলিউডের এই অভিনেত্রী আজকাল খুব একটা অভিনয় করছেন না। এক সময়ে, ‘ড্যাডিম’, ‘সড়ক’, ‘দিল হ্যায় কী মানতা নাহি’, ‘চাহাত’,‘ জখম’, ‘তামান্না’, ‘জনম’,‘ স্যার’, ‘নারাজ’, ‘পেহলা নেশা’, ‘প্রেম দিওয়ানে’ প্রভৃতি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন তিনি। এখন ৪৯ পা রাখা পুজাভাট ছবি প্রযোজনায় নিজেকে জড়িত করেছেন। গত বছর তাকে দীর্ঘ ১০ বছর পর আবার রুপালি পর্দায় দেখা গিয়েছিল ‘সড়ক টু’ ছবিতে কিছু সময়ের জন্য। যদিও সে ছবির প্রধান নায়িকা ছিলেন পূজার সৎ ছোট বোন আলিয়া ভাট। বড় পর্দায় না হোক ছোট পর্দায় একটি ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকদের আবার নতুনভাবে আলোড়িত করতে চান পূজা ভাট ‘বোম্বে বেগমস’ ওয়েব সিরিজে আরও চার অভিনেত্রীকে নিয়ে তিনি দর্শকদের সামনে উপস্থিত হবেন।
×