ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘দুয়েকজনের পদস্খলনে পুরো বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে’

প্রকাশিত: ০০:১৫, ১ মার্চ ২০২১

‘দুয়েকজনের পদস্খলনে পুরো বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে’

স্টাফ রিপোর্টার ॥ দুয়েকজনের পদস্খলনে পুরো বিচার ব্যবস্থা যদি ভেঙ্গে পড়ে, তাহলে প্রগতির ধারা যে বন্ধ হয়ে যাবে, কর্মজীবনের শেষ কার্যদিবসে সহকর্মী, আইনজীবী ও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সবাইকে সেই সতর্কবাণী দিয়ে গেলেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার। সংবিধান অনুযায়ী নির্ধারিত বয়স পূর্ণ হওয়ায় রবিবার বিচারিক দায়িত্ব থেকে অবসরে গেলেন এই বিচারক। এ উপলক্ষে তাকে এ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়। প্রধান বিচারপতিসহ আপীল বিভাগের বিচারপতি ও আইনজীবীরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই আয়োজনে যুক্ত ছিলেন। এ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বিদায় সম্ভাষণ জানান। বিদায় ভাষণে বিচারপতি মির্জা হোসেইন হায়দার বলেন, ‘বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত দুয়েকজনের পদস্খলনে পুরো বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে। একবার যদি বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়ে, তাহলে যে কোন সময় অপশক্তি আমাদের দেশ ও সমাজকে গ্রাস করে নিতে পারে। আমাদের প্রগতির ধারা অন্ধ গ্রাচীরে বন্দী হয়ে যাবে।’ তবে সেই শঙ্কাকে মিথ্যে প্রমাণ করে সবার যৌথ প্রয়াসে বাংলাদেশের বিচার ব্যবস্থা আরও পরিণত ও উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বিদায়ী এই বিচারক বলেন, ‘বিচার বিভাগে দুর্নীতির কালো মেঘ ভেসে বেড়াচ্ছে, এই অনাকাক্সিক্ষত অপপ্রচার আজকাল প্রায়শ আমাদের কানে আসে। বিচার ব্যবস্থায় কারও একক অধিকার নাই। কারও একক প্রয়াসেও তা চলতে পারে না। কর্মজীবনের শেষ দিনে সর্বোচ্চ আদালতের এ বিচারক বলেন, একজন বিচারক সঠিকভাবে মতামত প্রকাশের ক্ষেত্রে বাধা-বিপত্তির সম্মুখীন হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করতে হবে।
×