ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবাহনী-কিংস হাইভোল্টেজ ম্যাচ কাল

প্রকাশিত: ২০:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২১

আবাহনী-কিংস হাইভোল্টেজ ম্যাচ কাল

স্পোর্টস রিপোর্টার ॥ একদিকে পেশাদার লীগের সবচেয়ে বেশি ও সফল দল (৬ বারের শিরোপাধারী) ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে এই সময়ের নতুন ও সবচেয়ে শক্তিশালী দল বসুন্ধরা কিংস, যারা একবারের লীগ চ্যাম্পিয়ন। কাল রবিবার বিকেল ৪টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাইভোল্টেজ মাচে এই দুই দল মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলে অবশ্য প্রতিপক্ষ ও দ্য স্কাই ব্লু ব্রিগেড খ্যত আবাহনীর চেয়ে অনেক এগিয়ে আছে দ্য কিংস খ্যাত বসুন্ধরা। ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রতে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটি ধরে রেখেছে অস্কার ব্রজোনের শিষ্যরা। পক্ষান্তরে এক ম্যাচ কম খেলে ৬ জয় ও ৪ ড্রতে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচে সমান পয়েন্ট তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডিরও। কিন্তু গোলগড়ে এগিয়ে থাকায় তারা অবস্থান করছে দুই নম্বরে। মৌসুম-সূচক ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আবাহনী-কিংস।‘অলিখিত ফাইনাল’ খ্যাত সেই ম্যাচে আবাহনীকে ৩-১ গোলে হারিয়েছিল কিংস। ম্যাচটি ছিল প্রবল উত্তেজনাময়। কেননা আবাহনীর অধিনায়ক-ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনের করা গোল বাতিল করেছিলেন রেফারি। আর এ নিয়ে বেশ আলোড়নও সৃষ্টি হয়েছিল। চলমান প্রিমিয়ার লীগে ১৩ দলের মধ্যে যে তিনটি দল এখন অপরাজিত আছে, আবাহনী-কিংস সেই দলগুলোর মধ্যে অন্যতম। চলতি লীগে সবচেয়ে বেশি গোল করেছে বসুন্ধরা কিংস, ২৮টি (যুগ্মভাবে শেখ জামালের সঙ্গে)। এছাড়া সবচেয়ে বেশি কম গোল হজম করেছেও তারা, মাত্র ৪টি। সেক্ষেত্রে আবাহনী করেছে ২০ গোল, আর হজম করেছে ৭ গোল। কালকের ম্যাচের ফল শেষ পর্যন্ত কি হয়, এ নিয়ে তুমুল আগ্রহ রয়েছে ফুটবলপ্রেমীদের।
×