ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টাইন অভিজ্ঞতা তাসকিনের

প্রকাশিত: ২৩:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১

কোয়ারেন্টাইন অভিজ্ঞতা তাসকিনের

স্পোর্টস রিপোর্টার ॥ ৩টি করে ওয়ানডে ও টি২০ ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। যাওয়ার পর এখন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। করোনা মহামারী ঠেকাতে সতর্কতা হিসেবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ৪৮ ঘণ্টা টানা হোটেলের কক্ষবন্দী থাকতে হয়েছে। এরপর প্রটোকল মেনে পরস্পরের মধ্যে ২ মিটার দূরত্ব বজায় রেখে হাঁটাহাঁটির সুযোগ পেয়েছেন। সবমিলিয়ে ৭ দিন এভাবে এবং আরও ৭ দিন সীমিত আকারে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। সবমিলিয়ে ১৪ দিন পর পুরোপুরি উন্মুক্ত হবে বাংলাদেশ দলের জন্য নিউজিল্যান্ডের যেকোন স্থান। গত ২ দিনের কোয়ারেন্টাইন অভিজ্ঞতা জানিয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। করোনা মহামারীর জন্য যেহেতু কঠোর স্বাস্থ্যবিধি মোতাবেক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, তাই প্রায় এক মাস আগে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ দল। ইতোমধ্যেই কঠোর কোয়ারেন্টাইন সময় পার করছেন বাংলাদেশের ১৮ ক্রিকেটার। ২ দিন পুরোপুরি হোটেলের রুমে বন্দী থাকলেও শুক্রবার তারা কিছুটা হাঁটাহাঁটির অনুমতি পান। তাসকিন বলেন, ‘আসলে এ রকম আইসোলেশন একটি আলাদা অভিজ্ঞতা। আর আগে কখনও এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য ২ মিটার দূরত্ব বজায় রেখে হাঁটার সুযোগ পেয়েছি।’ ইতোমধ্যে ক্রিকেটারদের প্রথম দফা করোনা টেস্ট হয়েছে। সেই টেস্টে সবার ফলই এসেছে নেগেটিভ। তাসকিন বলেন, ‘প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পরে আমাদের হাঁটতে দিয়েছে। তো আরও কিছু টেস্ট বাকি আছে। সব মিলিয়ে আলাদা অনুভূতি। চাইব যত দ্রুত অভিজ্ঞতাটা শেষ হোক ততই ভাল।’
×