ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা মৃত্যুর সঙ্গে লড়ছে

প্রকাশিত: ২৩:০১, ২৭ ফেব্রুয়ারি ২০২১

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা মৃত্যুর সঙ্গে লড়ছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক সংক্রান্ত অপরাধ যেন থামছেই না। একের পর এক চাঞ্চল্যকর সব অপরাধ সংঘটিত হচ্ছে মাদকের কারণে। এবার মাদকের টাকা না দেয়ায় পিতাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে এক মাদকাসক্ত ছেলে। হতভাগ্য বাবা এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন। পলাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ ও র‌্যাবসহ গোয়েন্দারা। শুক্রবার বিকেল নাগাদ সে গ্রেফতার হয়নি। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চলমান থাকলেও মাদকের প্রভাব কমেনি। অভিনব সব কৌশলে মাদক ঢুকে পড়ছে দেশের ভেতরে। আর সর্বনাশা মাদকের কারণে একের পর এক চাঞ্চল্যকর সব অপরাধ সংঘটিত হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিরোধ ও গবেষণা বিভাগের তথ্য মোতাবেক, দেশে সংঘটিত অপরাধের শতকরা ৮০ ভাগের সঙ্গেই কোন না কোনভাবে মাদকের যোগসূত্র আছে। গত ২৫ ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে ঢাকার পল্লবীর একটি বাড়িতে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মামলা হচ্ছে। মামলার সূত্রধরে জানা গেছে, প্রতিদিনের মতো পিতা আনোয়ার হোসেন (৬৫) বাসায়ই ছিলেন। সকালের নাস্তা সেরেই পুত্র রানা (২৮) পিতার কাছে পাঁচ শ’ টাকা চায়। দুই একদিন পর পরই ছেলে এভাবে টাকা নিতো। পরবর্তীতে পরিবারের লোকজন রানা মাদকাসক্ত হয়ে পড়েছে বলে জানতে পারে।
×