ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ববির শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

প্রকাশিত: ২৩:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ববির শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস এবং পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবেনা এমন নিশ্চয়তার আশ্বাসে বুধবার দুপুরে আন্দোলনের সমাপ্তি টানলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে এসব কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সূত্রমতে, দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও নগরীর রূপাতলী হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা। বৈঠকে উল্লেখযোগ্যদের মধ্যে ববির উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন, প্রক্টর সুব্রত কুমার দাস, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার রায়, সদর উপজেলার নির্বাহী অফিসার মুনিবুর রহমান, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালু, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, রূপাতলী হাউজিং এলাকার বাড়ির মালিক সমিতির সভাপতি আবুল হোসেন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফজলুল হক রাজীব।
×