ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বসন্তবরণ উৎসব

প্রকাশিত: ০১:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০২১

বসন্তবরণ উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ পৌষ চলে গেছে। শীতবাতাসের বুকের তলে আধফোটা হয়ে আছে ফাগুনের ওম। হিমঝরা হাজার প্রাণে কচি কুশি হেসে উঠেছে। মাঘের সাঁঝও গেয়ে উঠছে বিদায়ের গান। বসন্ত এসে গেছে! এই নবাগত বসন্তকে বরণ করতেই মুখিয়ে আছে ঝিঙুরের ঝাঁক। আজ ১৪ ফেব্রুয়ারি ২০২১ বরিবার বিকেল ঠিক ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরীবাগে অনুষ্ঠিত হবে এই নান্দনিক উৎসব। উৎসবে আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দোপাধ্যায়, আশরাফুল আলম, বেলায়েত হোসেন, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম, মেহেদী হাসান, মীর বরকত, গোলাম সরোয়ার, লায়লা আফরোজ, সৈয়দ আজিজ, পারভেজ চৌধুরী, রফিকুল ইসলাম, ফয়জুল আলম পাপ্পু, রেজিনা ওয়ালী লীনা, শারমিন লাকী, অনন্যা লাবনী পুতুল, তামান্না তিথি, শামসউজজোহা, মজুমদার বিপ্লব, ইফতোখারুল ইসলাম, লিজা চৌধুরীসহ প্রায় অর্ধশত আবৃত্তিশিল্পী। দলীয় পরিবেশনায় থাকছে- তাইরে নাইরে না এবং জর্লাক। সেই সঙ্গে নতুন প্রজন্মে কণ্ঠে থাকছে বসন্ত ও নরম প্রেমের গান। অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন ঝিঙুরের ঝাঁক সভাপতি সূনৃত সুজন।
×