ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ঠান্ডায় জনজীবন কাহিল

প্রকাশিত: ১৭:৪৪, ২৩ জানুয়ারি ২০২১

কুড়িগ্রামে ঠান্ডায় জনজীবন কাহিল

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার সাথে বয়ে যাচ্ছে উত্তরের হিমেল বাতাসে কাহিল হয়ে পড়ছে সাধারণ মানুষ। বিশেষ করে ধরলা তিস্তা ব্রক্ষপুত্র দুধকুমার সহ বিভিন্ন নদ-নদীর অববাহিকার ৪শ৫টি চর-দ্বীপ চরের প্রায় ৭ লক্ষ মানুষ দারুন দুর্ভোগে পড়েছে। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় এ জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ক্রমেই আরো বিপর্যস্ত হয়ে পড়েছে।প্রচন্ড ঠান্ডায় শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। মানুষের পাশাপাশি গবাদী পশু চরম কষ্টে পড়েছে। প্রতিদিন হাসপাতালে এসব রোগীর ভীড় বাড়ছে। শনিবার সকালে স্থানীয় রাজারহাট আবহাওয়া অফিস জানায়,গত ২৪ ঘন্টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে,প্রচন্ড শৈত্য প্রবাহে জেলার ৯ উপজেলার মানুষজনের কষ্টের মাত্রা আরো বেড়েছে।
×