ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরামবাগকে ‘আরামেই’ হারাল মোহামেডান!

প্রকাশিত: ০০:০৯, ১৮ জানুয়ারি ২০২১

আরামবাগকে ‘আরামেই’ হারাল মোহামেডান!

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিবেশী আরামবাগ ক্রীড়া সংঘকে ‘আরামেই হারাল মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে রবিবার রাতের খেলায় তারা জেতে ৩-০ গোলে। ১৯ বারের লীগ শিরোপাধারী এবং ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডান খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। পরিত্যক্ত গত মৌসুমের প্রথম লেগে আরামবাগকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। রবিবার খেলার ৩ মিনিটে আরামবাগের জালে মোহামেডান বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। বাঁ-প্রান্ত থেকে জাফর ইকবালের পাসে বল পেয়ে গোল করেন সুলেমান দিয়াবাতে। কিন্তু বল জালে জড়ানোর আগেই রেফারি জালাল উদ্দিন অফসাইডের বাঁশি বাজান। ১৯ মিনিটে গোল করে এগিয়ে যায় মোহামেডান। বাঁ-প্রান্ত থেকে জাফর ইকবালের বাঁ-পায়ের ক্রসে বক্সের মধ্যে থাকা মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের হেড চলে যায় আরামবাগের জালে (১-০)। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। ডান প্রান্ত থেকে আতিকুজ্জামানের পাস পান এ্যাবিওলা নূরাত। বক্সের মধ্যে ঢুকে একজনকে কাটিয়ে আলতো টোকায় গোল করেন এই নাইজিরিয়ান মিডফিল্ডার (২-০)। দ্বিতীয়ার্ধের ২৬ সেকেন্ডেই আবারও গোল করে মোহামেডান। সুলেমান দিয়াবাতের বাড়ানো বল বক্সের মধ্যে পান আমিনুর রহমান সজীব। একজনকে কাটিয়ে ডান পায়ের প্লেসিং শটে গোল করেন তিনি (৩-০)। ৭৮ মিনিটে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেনি আরামবাগ। নাইজিরিয়ান ফরোয়ার্ড চিজোবা ক্রিস্টোফারের উড়ন্ত পেনাল্টি শটটি পোস্টের অনেক বাইরে দিয়ে চলে যায়।
×