ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত: ১৮:৪৩, ১৬ জানুয়ারি ২০২১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ঘোষণা

অনলাইন ডেস্ক ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ওয়ানডে দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ । ধারাবাহিকভাবে ভালো করার জন্য ডাক পেয়েছেন তিনি। তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন আরেক পেসার শরিফুল ইসলাম ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান। তিন ম্যাচের সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল দিয়েছে বিসিবি। অনুমিতভাবেই আছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন আল আমিন হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দেওয়া ২৪ জনের প্রাথমিক দলেই ছিলেন না মাশরাফি বিন মুর্তজা ও শফিউল ইসলাম। কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন তাসকিন আহমেদ। রুবেল হোসেনের সঙ্গে দলে ফিরেছেন এই পেসারও। বিয়ের ছুটির জন্য জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ছিলেন না সৌম্য সরকার। তৃতীয় ওয়ানডেতে দলে ফিরলেও খেলা হয়নি তার। সেই ম্যাচে অভিষেক হওয়া নাঈম পাননি ব্যাটিং। এবার জায়গা হারালেন দলে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হাসানের। ২১ বছর বয়সী এই পেসার নিয়মিতই বল করেছেন ১৪০ কিলোমিটারের আশেপাশে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৪.৫৫ গড়ে ১৬ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। তবে পরিসংখ্যানে পড়েনি তার সামর্থ্যের ছাপ। সহজাত গতি, দুই দিকে সুইং, দারুণ স্লোয়ার ডেলিভারি আর পরিস্থিতি বুঝে মাথা খাটিয়ে বোলিংয়ে তিনি নিজেকে চিনিয়েছেন আলাদা করে। ম্যাচের পর ম্যাচ ভালো করছেন, নেটে ছড়াচ্ছেন মুগ্ধতা। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের পেস আক্রমণের বড় ভরসা ছিলেন শরিফুল। আরও বড় পর্যায়ে খেলেন আগেই। যুব বিশ্বকাপ খেলার আগের বছরই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেন দেশের মাটিতে, সফর করেন আয়ারল্যান্ডে। খেলেছেন বিসিবি একাদশে। ইমার্জিং দলের হয়েও খেলেছেন দেশে ও দেশের বাইরে। উন্নতির পথ ধরেই এবার জায়গা পেলেন ওয়ানডে দলে। ২০১৭ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি এই পেসারের পরের বছর অভিষেক হয় লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ক্রিকেটে। তিন সংস্করণেই ছড়িয়েছেন আলো। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৭ ম্যাচে ৪৭টি। টি-টোয়েন্টিতে ২২ ম্যাচে ২৩টি। এরই মধ্যে টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করা মেহেদির সামনে এবার ওয়ানডে অভিষেকের হাতছানি। বল করতে পারেন নতুন বলে, মাঝে কিংবা শেষে। ব্যাট করতে পারেন পরিস্থিতি অনুযায়ী। আছে বড় শট খেলার সামর্থ্য। দলের চাপের সময়ই যেন বেরিয়ে আসে সেরাটা। ২৬ বছর বয়সী এই অফ স্পিনার লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭০ ম্যাচে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে করেছেন ৯৮৭ রান। অফ স্পিনে ৩৩ গড়ে নিয়েছেন ৬৫ উইকেট। নিষেধাজ্ঞা কাটিয়ে আগেই ক্রিকেটে ফেরা সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এই সিরিজ দিয়েই। শরিফুল ইসলামশরিফুল ইসলামকরোনাভাইরাসের কঠিন সময়ে ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছেন তাসকিন। নিজেকে পুরোই বদলে ফেলেছেন এই পেসার। প্রেসিডেন্টস কাপে সেরা বোলারের পুরস্কার জেতা রুবেল যেন ফিরে পেয়েছেন নিজেকে।দলে আছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। যারা কোন সময় পাল্টে দিতে পারে যে কোন ম্যাচের চেহারা। তামিমের অধিনায়কত্বে দল কেমন খেলে সেটাই দেখের বিষয়। আগামী ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে হবে ২২ জানুয়ারি। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৫ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হেসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, রুবেল হোসেন।
×