ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিরোপা জিতে পচেত্তিনো বললেন, এটা তো কেবল শুরু

প্রকাশিত: ২০:৫৪, ১৪ জানুয়ারি ২০২১

শিরোপা জিতে পচেত্তিনো বললেন, এটা তো কেবল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ টটেনহ্যাম হটস্পারে কোচ হিসেবে একটি শিরোপাও জিততে পারেননি মাউরিসিও পচেত্তিনো। তবে দলটির কোচ হিসবে অনেক প্রশংসা কুড়িয়েছেন এই আর্জেন্টাইন কোচ। এবার প্যারিসের ক্লাব পিএসজিতে পা রাখার ১২ দিনের মধ্যেই পেয়ে গেলেন শিরোপা স্বাদ। ফরাসি সুপার কাপে কোচিং ক্যারিয়ারের প্রথম শিরোপা জিতে আর্জেন্টাইন কোচ জানালেন, এটা তো কেবল শুরু। গতকাল বুধবার ফরাসি সুপার কাপের ফাইনালে মার্সেইকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। এই নিয়ে টানা অষ্টম ও সব মিলিয়ে দশম শিরোপা ঘরে তুলল ফরাসি ক্লাবটি। আর পচেত্তিনো পেলেন প্রথম শিরোপা। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী মার্সেইয়ের বিপক্ষে শিরোপা জয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে পচেত্তিনো বলেন, ‘কোচ হিসেবে ১২ দিনে তিন ম্যাচ খেলার পর আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ছিল ফাইনাল। জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। এরচেয়ে ট্রফি জেতা হলো বড় ব্যাপার, ক্লাব ও ভক্তদের জন্য এটা সম্মানের আর গর্বের। আমি যেমনটা চাইছি, এই দল তা আস্তে আস্তে করে যাচ্ছে। এখানে দুই সপ্তাহ হলো আমার এবং অনেক প্রস্তুতি নিয়েছি।’ এরপর আর্জেন্টাইন কোচ বলেন, ‘এটা তো কেবল শুরু। আমি বিশ্বাস করি যে, সময়ের সঙ্গে যদি আমাদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি তাহলে আরো অগ্রগতি হবে। হাতে অল্প সময় ছিল তবুও খেলোয়াড়রা ভালোভাবে পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে।’ কদিন আগে পিএসজি কোচ হিসেবে টমাস তুখেলের স্থলাভিষিক্ত হয়েছেন মাউরিসিও পচেত্তিনো। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই আর্জেন্টাইন কোচকে নিয়োগ দিয়েছে পিএসজি। তবে ক্লাবটি চাইলে আর্জেন্টাইন কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পারবে। ক্লাব ক্যারিয়ারে পিএসজিতেই অনেক সময় কাটিয়েছেন পচেত্তিনো। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্লাবটির জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। এবার কোচ হয়ে এলেন নিজের প্রিয় ক্লাবকে সামলাতে।
×