ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নান্দাইলে মুঠোফোন চুরির ঘটনায় হামলা ॥ ভাংচুর

প্রকাশিত: ২১:২১, ৩১ ডিসেম্বর ২০২০

নান্দাইলে মুঠোফোন চুরির ঘটনায় হামলা ॥ ভাংচুর

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৩০ ডিসেম্বর ॥ উপজেলায় মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে শেরপুর গ্রামের জালাল উদ্দিন মৌলবীর বাড়িতে এ ঘটনা ঘটে। মুঠোফোন চুরির পর সাইফুল ইসলামের পুত্র আরমানকে দোষারোপ করা নিয়ে শিশুটির স্বজনরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জালাল উদ্দিনের স্ত্রী দোলেনা বেগম। বুধবার দোলেনা বেগম অভিযোগ করে বলেন, রবিবার তার ঘর থেকে একটি স্মার্টফোন চুরি হয়। চুরির ঘটনাটি তার মেয়েসহ তিনি প্রত্যক্ষ করে পিছু পিছু দৌড়ে গেলেও শিশুকে ধরতে পারেননি। পরদিন তার বড় ছেলে মিজান আরমানকে ধরে বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে ফোনটি সে ফেরত দেয়ার কথা জানায়। ফোন চুরির ঘটনায় শিশুকে দোষারোপ করায় আরমানের স্বজনরা মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা দুটি ঘরে ভাংচুর ও লুটপাট চালায়। প্রতিবেশী নুরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলাকারীদের মধ্যে দুই মাদক কারবারি ছিল। তারা হচ্ছে, শেরপুরের দানেশ আলীর পুত্র কামাল মিয়া ও ইসহাক আলীর পুত্র শাফি মিয়া। হামলার অভিযোগ সম্পর্কে জানতে শাফি ও কামালের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি।
×